চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: যে আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় গত ১৪ বছরে ফ্যাসিস্ট সরকার পদদলিত করে মানুষের মুখকে বন্ধ করে বাক স্বাধীনতাকে বন্ধ করে দুঃশাসন ও অপশাসনের রাজত্ব কায়েম করেছিল। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ও পৌর বিএনপির আয়োজনে শিবগঞ্জে ১৭ তারিখ বিকেলে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলালী ই বাকী ইদ্রিশী। তিনি আরও বলেন আজকে বিজয় হলেও আমাদের কাঙ্ক্ষিত বিজয় এখনো হয়নি, আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো, আমরা একটি সুন্দর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে তখনই আমাদের প্রকৃত বিজয় আসবে । এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী র্যালিতে অংশ গ্রহণ করে ।
Like this:
Like Loading...
Related