চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে ব্যবসায়ীদের সংগঠন ”দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টি” পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯.১৫ মিনিটে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় ৫.১৫ দিকে এবং ভোট গগনা শেষে রাত্রি ৯.১৫ মিনিটে ফলাফল ঘোষনা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলাইমান বিষু।
এতে আব্দুল ওয়াহেদ সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম থেকে সাধারন পরিচালক পদে ১২ জন ও সহোযোগি পরিচালক ৫ জন নির্বাচিত হয়। সাধারন পরিচালক পদে নির্বাচতরা হলেন: ছাতা প্রতিক নিয়ে আব্দুল ওয়াহেদ, কুলা প্রতিক নিয়ে খাইরুল ইসলাম, আম প্রতিক নিয়ে মো: আখতারুল ইসলাম রিমন, বাই সাইকেলা প্রতীক নিয়ে মো: মফিজ উদ্দিন, শিলিং ফ্যান প্রতীক নিয়ে মো: আব্দুল আওয়াল, উড়োজাহান প্রতীক নিয়ে সৈবুর রহমান, মোরগ প্রতীক নিয়ে দেলাওয়ার হোসেন, টিউবওয়েল প্রতীক নিয়ে মো: নুর আমিন, হাতপাখা প্রতীক নিয়ে আরিফ উদ্দিন ইতি, বালতি প্রতীক নিয়ে মো: নজিবুর রহমান, হাতি প্রতীক নিয়ে আব্দুল বারেক এবং দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে মো: মনিরুল ইসলাম। এছাড়া সহোযেগী পরিচালক পদে নির্বাচিতরা হলেন: মাথল প্রতীক নিয়ে মো: শুকুরুদ্দীন, মটর সাইকেল প্রতীক নিয়ে মো: বাহারাম আলী, চেয়ার প্রতীক নিয়ে উজায়ের হোসেন, ফুটবল প্রতীক নিয়ে মিলায়েতুল কোরাইশী এবং গোলাপ ফুল প্রতীক নিয়ে শহীদুল ইসলাম নির্বাচিত হন।
অপরদিকে হারুন-আনোয়ার-তরিকুল আলমের যৌথভাবে সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে মাত্র একজন সাধারন পরিচালক পদে নির্বাচিত হন। তিনি হলেন: কলস প্রতীক নিয়ে মো: রায়হানুল ইসলাম লুনা।
নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলাইমান বিষু বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরিচালক ও সহোযোগী পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরপরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পদ বন্টনের জন্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারপর দায়িত্ব হস্তান্তর করা হবে। প্রসঙ্গত, সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে পূর্বে মনোনীত হয়েছিলেন। নির্বাচনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক। এ জন্য লড়াই করেন ৩৬ জন প্রার্থী এবং এতে ১ হাজার ২৭৬ জন সাধারণ এবং ১৭৮ জন সহযোগী ভোটার ছিলেন।
Like this:
Like Loading...
Related