চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯টি মন্দমন্দির পরির্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা ।
এ সময় তারা সনাতন ধর্মাবলম্বী মানুষদের সাথে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক মোহাঃ শাহজাহান মিঞা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভার ৯ টি পুজামন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম , সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক তসিকুল ইসলাম, সাবেক থানা যুবদলের সভাপতি আলি আহমদ বাবু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ন আহবানক হাফিজুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার সহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা।