শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইট ভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৫০০ মিটারের মধ্যে গড়ে উঠেছে ৫টি ইট ভাটা। পাশেই রয়েছে সরকারি প্রথমিক বিদ্যালয়সহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠান। তবুও একটি চক্র আরও ইট ভাটা নির্মাণ করছেন। এতে গ্রামীণ সড়ক ইট ভাটার মাটিতে নষ্ট হয়, ভাটার ধোয়ায় ফলদ বৃক্ষে ফল ধরছে না, ধান, পাট পেঁয়াজ সহ নানা ফসল ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের শারীরিক ক্ষতি হচ্ছে। দ্রুত ইট ভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শিমন ইসলাম ও সাদাব হোসেন, কয়লার দিয়াড় উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মশিদুল ইসলাম, উপর কয়লার দিয়াড় সরকারি প্রথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মোশারফ হোসেন, কয়লা দিয়াড় গ্রিনভিউ কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুর রহিম, কয়লা দিয়াড় সরকারি প্রথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোস্তাক আহমেদসহ অন্যরা। মানবন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরানকে স্বারকলিপি দেয়া হয়।