শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ আউশ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উফশী আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় সার চাইতে গিয়ে কৃষকদের গুলি খেয়ে প্রাণ দিতে হয় না। সার, বীজ, কীটনাশক, ট্রাক্টর ও রিপার মেশিনসহ সব কৃষি উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে যায়। আপনাদের সবারই মনে আছে যে, বিএনপি সরকারের সময় সার আনতে গিয়ে গুলিতে অনেক কৃষক প্রাণ হারিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রকৃত অর্থেই কৃষিবান্ধব সরকার বিধায় আজ ধান, পাট, ফলমূল, শাকসবজি এবং রবি শস্যের বাম্পার ফলন হচ্ছে। খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সুনাইন বিন জামান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ১৪ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫’শ জন কৃষককে এক কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি এবং ২০ কেজি এমওপি সার দেয়া হয়।