চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃবরকতের মাস রমজান, রহমতের মাস রমজান, নাজাতের মাস রমজান। ঠিক তেমনি সেবা ও মানবতার মাস রমজান। বরকতময় মাসে মানবতার সেবায় হাত বাড়িয়েছেন মোঃ কামরুল হাসান মবিন মিয়া। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আজগবি শাহী হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৩৫ জন হতদরিদ্র শিক্ষার্থীর গোটা রমজান মাসে আপেল, খেজুর, খিরা, কমলা, কলা, সরবত সহ উন্নতমানের রুচিকর খাবারের ব্যাবস্থা করেছেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মবিন মিয়া।
শুক্রবার ২০ রমজানের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান মবিন মিয়া, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী টমাস, প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ মোঃ এনামুল হক প্রমুখ।
Like this:
Like Loading...
Related