সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাদের জামিন বিরোধীতা করে শিক্ষাথীদের আদালত ঘেরাও কাঙ্খিত বিজয়কে  পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার – বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশী শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো এক শিশুর প্রাণ। শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শিবগঞ্জে উদ্বোধন হলো কিডস্ ল্যান্ড পার্ক শিবগঞ্জের মির্জাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জের কানসাটে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জ  চেম্বারের নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেল বিজয়ী শিবগঞ্জে ৩৪২৯ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

ছোট্ট ২ সন্তান নিয়ে সীমান্তে নিহত স্বামীর লাশের অপেক্ষায় নির্বাক স্ত্রী নাসরিন

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
যশোরের বেনাপোল ধান্যখোলা সীমান্তে বিএসএফ’র গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্য রইসউদ্দীন নিহত হবার ঘটনায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ২ বছর বয়সী শিশু রাইশা খাতুন ও ৪ মাস বয়সী হাসান আলী কে নিয়ে লাশের অপেক্ষায় নির্বাক স্ত্রী নাসরিন খাতুন। পাশে বসে অঝোড়ে কাঁদছেন নিহত রইসউদ্দীনের মা রহিমা বেগম। ছেলের বউয়ের পাশে বসে নাতনীকে কোলে নিয়ে শাশুড়ি রহিমা বেগম তো অঝোরে কাঁদছেন। আর বলছেন, কেন তার ছোট সন্তানকে পাখির মত গুলি করা হলো? সীমান্ত রক্ষা করতে গিয়েই কি অন্যায় করেছে তার সন্তান? এ সময় তিনি তার সন্তানের লাশ দ্রুত ফিরিয়ে দেয়ার অনুরোধ করেন সরকারের কাছে।
স্থানীয়রা জানায়, নিহত রইস উদ্দিনের বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা সাহাপাড়ার শ্যামপুর গ্রামে। কৃষক কামরুজ্জামানের ৫ সন্তানের মধ্যে ৩ টি ছেলে ও ২টি মেয়ে। বড় ভাই সেনাবাহিনীতে, মেজ ভাই বিজিবি তে এবং ছোট ভাই যশোর সীমান্তে বিজিবির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মারা যান।
রইসউদ্দিনের গ্রামের বাড়ি শ্যামপুরে গিয়ে দেখা যায়, রইসউদ্দীনের টিনের একচালা একটি ঘর ও রান্না ঘর তালাবদ্ধ।বাড়ির প্রধান ফটক টিতে নেয় কোন দরজা।চলমান শৈত্য প্রবাহের কারনে ২ শিশু সন্তানকে নিয়ে তার স্ত্রী পাশেই রইসউদ্দীনের বড় ভায়ের বাড়িতে উঠেছেন। বিএসএফের গুলিতে ¯^ামী মারা যাবার পর এ বাড়িতেই গ্রামবাসীরা একনজর দেখতে ভীড় করছেন। রইসউদ্দীনের পিতা কামরুজ্জামান তার ২ নাতি-নাতনিকে যেন যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে পারেন এজন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।
স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন দাবী করেন, গতবার গ্রামে এসে ২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অনুদান দেয়ার পর কয়েকটি জানালা বানিয়ে দেয়ার আশ^াস দেন।তার মত একজন সমাজ সেবককে তারা আজ হারালেন। তার দাবী সরকার এ অসহায় পরিবারটির পাশে যেন দাঁড়ায়।
স্থানীয় মহিলা ওয়ার্ড সদস্য মোসা শাহনাজ পারভিন লিলি জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে তার এলাকার একজন শহীদ হয়েছেন।তাই সরকার যেন যথাযথ মর্যাদায় দ্রুত লাশটি পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রসঙ্গত: ভারতের সুটিয়া ও বাংলাদেশের ধান্যখোলা সীমান্ত এলাকা দিয়ে সোমবার ভোরে চোরাকারবারিরা গরু আনছিল। বিষয়টি টের পেয়ে বিএসএফ চোরকারবারিদের ধাওয়া করে । এ সময় বিজিবি সদস্যরা বিষয়টি নজরদারী করার সময় চোরাকারবারীদের ধরতে সিপাহী রইস উদ্দীন দলছুট হয়ে সীমান্তে এগিয়ে গেলে বিএসএফ সদস্যদের গুলিতে আহত হন। পরে বিএসএফ সদস্যরা ভারতের একটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১