সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাদের জামিন বিরোধীতা করে শিক্ষাথীদের আদালত ঘেরাও কাঙ্খিত বিজয়কে  পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার – বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশী শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো এক শিশুর প্রাণ। শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শিবগঞ্জে উদ্বোধন হলো কিডস্ ল্যান্ড পার্ক শিবগঞ্জের মির্জাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জের কানসাটে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জ  চেম্বারের নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেল বিজয়ী শিবগঞ্জে ৩৪২৯ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ আব্দুর রকিব 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রকিব জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ -এ শিবগঞ্জ উপজেলার গন্ডি পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়ে সাফল্য অর্জন করেছেন।তিনি তার একান্ত নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে এবার উপজেলা পেরিয়ে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হয়েছেন। শিবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ৩ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন এবং জেলা প্রাথমিক শিক্ষা পদক যাচাই-বাছাই কমিটির ফলাফলে তাকে ১৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত করেন।শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো এবং সেই সাথে বিভাগীয় পর্যায়ে সফলতার জন্য দোয়া কামনা করা হয়।
জেলা পর্যায়ে শেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হওয়ার অনুভূতি ব্যক্ত করে মোঃ আব্দুর রকিব বলেন, এ সাফল্য আমার একার না, এ সাফল্য আমার পরিবারের, এ সফলতা ছত্রাজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বিদ্যালয়ের সকলের প্রতি, শিবগঞ্জ প্রাথমিক শিক্ষা পরিবার ও উপজেলার নিয়োগ কমিটির প্রতি এবং জেলা প্রাথমিক শিক্ষা পরিবার ও পরীক্ষা যাচাই-বাছাই কমিটি সহ শুভাকাক্ষীদের প্রতি।
তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ মেরিনা খাতুন সহ বিদ্যালয় কমিটির সদস্যদের প্রতি।মোঃ আব্দুর রকিব  ২০১৭ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক (প্রধান ও সহকারি মিলিয়ে ), ২০২১ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পদক শ্রেষ্ঠ সহকারি শিক্ষক উপজেলা পর্যায়ে মনোনীত  হয়েছিলেন ।
করোনা কালীন সময়ে অনলাইনে ১০৫ টি ক্লাস পরিচালনা করেন। তিনি নিজ উদ্যোগে ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান করেন।যাদের অনুপ্রেরণায় তার এই অর্জন আগামীতে সকলের সহযোগিতায় তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একজন সহযোদ্ধা হিসেবে শিক্ষার্থীদের স্মার্ট আধুনিক জ্ঞান সম্পন্ন আলোকিত মানুষ গড়ে তোলার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০