শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি হেরোইন সহ একজনকে আটক করেছে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চন্দ্রনারায়নপুর হতে চরবাগডাঙ্গাগামী পাঁকা রাস্তায় অভিযান চালিয়ে ১ কেজি ২৬ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার পিরগাছি গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মোঃ জিয়াকুর (৫০)।
বৃহষ্পতিবার রাতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ল্যাংড়ার মোড়ের জনৈক মোঃ তারেক রহমান পিতা মোঃ মনিরুল ইসলামের ঔষধের দোকান ঘরের সামনে চন্দ্রনারায়নপুর হতে চরবাগডাঙ্গাগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা চালিয়ে হেরোইন- ০১ কেজি ২৬ গ্রাম সহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনববগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।