রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। বুধবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে
নিহত পাঁচজনের মধ্যে দুজন হলেন-ছেয়াদুল ইসলাম (৩৫) এবং নাজমা বেগম (৪৫)। ছেয়াদুল তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি। হতাহতের বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত সাড়ে ৮টার দিকে আরও দুজন মারা যান। এরমধ্যে নাজমা বেগম নামের এক নারী রয়েছেন। বাঁকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।