নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যােগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভায় পদ্মা হল সংলগ্ন যুবদলের কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু।
৯ অক্টোবর (বুধবার) বিকাল ৫ টায় পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক আবুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন পলাশ বিশ্বাস, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শিমুল মাষ্টার, যুগ্ম আহবায়ক আকবর আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক হেলিম, উপজেলা যুবদলের সদস্য প্রভাষক মামুন অর রশিদ, হাফিজুর রহমান বিয়েল, শামিম রেজা, শাহিন প্রমুখ।
সভায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু বলেন, হাজারো জনতার আত্মদানের মধ্যদিয়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় যুবদলকে ভূমিকা পালন করতে হবে। লুটপাট, দখল, চাঁদাবাজি ও ফ্যাসিবাদীদের মতো আচরণ করলে যারা আত্মদান করেছে তাদের আত্মায় শান্তি আসবেনা।
আসন্ন ২৭ অক্টোবর যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবাষিকী পালন নিয়ে তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসী ও পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা ও পৌর যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে সম্পন্ন করেছে। আজকের দিনে ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীরা নেই, তারা পালিয়েছে। তাই স্বাধীন দেশে স্বাধীনভাবে আগামী ২৭ অক্টোবর বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হবে।