চাঁপাইনববাগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি বাজার থেকে সুজন আলী (৩২) নামে যৌতুক মামলার ওয়ারেনটভূক্ত আসামীকে গ্রেফতার করে র্যাব-৫চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাবুপুর মিরাটুলী গ্রামের জাদেস আলীর ছেলে সুজন আলী। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প রবিবার সকাল ৭ ঘটিকায় এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে, র্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানিহাটি বাজার এলাকা থেকে সিআর মামলা নং ৪৯/২০ পাঃ (শিবঃ), স্মারক নং ৩০৮ তারিখ ১২/০৭/২০২৩, প্রসেস নং ৪৪৬/২৩ তারিখ ১৭ আগস্ট ২০২৩ মোতাবেক যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ১। মোঃ সুজন আলী (৩২), পিতা-মোঃ জাদেস আলী, সাং-বাবুপুর মিরাটুলী, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে। উল্লেখিত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।