বিশেষ প্রতিনিধি: সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বিস্ফোরক,চাঁদাবাজি হত্যাসহ একাধীক মামলার আসামীদের ৪৮ ঘণ্ঠার মধ্যে জামিন দেয়া হচ্ছে এমন অভিযোগ করে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিকবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চীফ জুডিশিয়াল আদালতে ঢোকার চেষ্টা করে।এসময় প্রধান ফটকে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় তারা সেখানে কিছুক্ষন অবস্থান করে বিচারকদের আইনের প্রতি শ্রুদ্ধাশীল হয়ে আ.লীগ নেতাদের জামিন না দিতে অনুরোধ করেন। পরে জেলা আইনজীবি সমিতির সামনে রাস্তার উপর বসে তাদের দাবি আদায়ে নানান স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন বৈষম্যবিরোধী আন্দোলনে যাদের উপর মামলা হয়েছিল-তাদের এক সপ্তাহ পর্যন্ত নথি সরবরাহ করা হয়নি।অথচ আ.লীগের গুম খুনের আসামীদের ৪৮ ঘণ্ঠার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করা হচ্ছে। কিছু বিচারক এখনও আওয়ামী দালালি ভুলতে পারেননি। তারা হাসিনাকে খুশি করতেই হয়রানী মূলক শিক্ষার্থী ও সাধারন মানুষের মামলা বিচার কাজ চালিয়ে দ্রুত এগিয়ে নিচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। বক্তারা অভিযোগ করেন আইনজীবি মোস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী লীগের একজন দোষর। কোর্টে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাস্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছেন। বুলেট কে আইনজীবি সমিতি থেকে বহিস্কার করে তারও শাস্তির দাবি জানান বক্তারা। পরে জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলায়মান বিষু শিক্ষার্থীদের মুখে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করা হয়। এতে বক্তব্য রাখেন-জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রাহিম। সদস্য সচিব সাব্বির আহমেদ,মূখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বা,তানভীর আলীসসহ অন্যরা।