প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ণ
শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো এক শিশুর প্রাণ।
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে হায়াত আলী (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার উজিরপুর ইউনিয়নের মহদেবপুর গ্রামের বাবু আলীর ছেলে। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, সকালে একটি ট্রলি চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদের দিকে যাচ্ছিল। এ সময় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক ট্রলিকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয় শিশু হায়াত। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2024 Desh 50 TV. All rights reserved.