সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাদের জামিন বিরোধীতা করে শিক্ষাথীদের আদালত ঘেরাও কাঙ্খিত বিজয়কে  পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার – বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশী শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো এক শিশুর প্রাণ। শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শিবগঞ্জে উদ্বোধন হলো কিডস্ ল্যান্ড পার্ক শিবগঞ্জের মির্জাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জের কানসাটে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জ  চেম্বারের নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেল বিজয়ী শিবগঞ্জে ৩৪২৯ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

শিবগঞ্জে শিক্ষাবিদ ইদ্রিস আহমদ মিয়ার ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও জননন্দিত রাজনীতিবিদ ইদ্রিস আহমদ মিয়ার ৫৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ইদ্রিস আহমদ মেমোরিয়াল ইনস্টিটিউট ও দাদনচক মডেল পাবলিক স্কুলের যৌথ উদ্যোগে আদিনা ফজলুল হক সরকারি কলেজ চত্বরে আলোাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে ছিলেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো. মুসা, উপাধ্যক্ষ প্রফেসর ইমানুল হক, হাজী এশান মোহাম্মদ কারিগরি কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, দাদনচক হেমায়েত মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী, দাদনচক মিয়াপাড়া জামে মসজিদের ইমাম সাদিকুল কালাম, আদিনা কলেজ জামে মসজিদের ইমাম তাজামুল হক ও জামালুল ইসলাম জামাল। শেষে মরহুমের রুগের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ইদ্রিস আহমদ মিয়া ১৮৯৪ সালের ১৩ সেপ্টেম্বর দাদনচক গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালের ০৯ অক্টোবর পরলোকগমণ করলে তাঁর প্রতিষ্ঠিত আদিনা কলেজ ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়। তিনি ১৯২৬ সনে স্বীয় দুর্লভপুর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট পদের প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হবার মাধ্যমে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেন। তৎকালীন অবিভক্ত বাংলার সবচেয়ে জনপ্রিয় ও ‘বাংলার বাঘ’ হিসেবে খ্যাত শের-ই-বাংলা এ. কে. ফজলুল হকের অত্যন্ত প্রিয়ভাজন কৃষক প্রজাপার্টির মালদহ জেলা সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আঞ্চলিক নেতা জনাব ইদ্রিস আহমদ ১৯৩৭ সালে প্রাদেশিক আইন সভার নির্বাচনে কৃষক প্রজাপার্টির মনোনয়নে দক্ষিণ মালদহ আসনে প্রার্থী হয়ে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন। দেশ বিভাগের পর ১৯৪৮ সালে তিনি রাজশাহী জেলা বোর্ডের সদস্য নির্বাচিত হন এবং পুনর্গঠিত রাজশাহী জেলার উন্নয়নকাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দ্বিতীয়বার তিনি আইন পরিষদের সদস্য বা এম.এল.এ নির্বাচিত হন ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে। নির্বাচিত হবার পর তিনি আবু হোসেন সরকারের প্রধানমন্ত্রীত্ব থাকাকালে পার্লামেন্টারী সেক্রেটারী নিযুক্ত হয়ে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি মালদহ জেলা বোর্ড ও লোকাল বোর্ডের সদস্য এবং ভাইস চেয়ারম্যান হিসেবেও সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তিনি আদিনা ফজলুল হক সরকারি কলেজ, দাদনচক ফজলুল হক পিটিআইসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়ও তিনি অগ্রণী ভ‚মিকা পালন করেন। প্রাদেশিক প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তিনি ১৯৫৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সরকারের পক্ষে জমি একুয়ার করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তিনি দু’বার এর জেষ্ঠ্যতম সিনেট সদস্য ছিলেন।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১