লেখক
এম. সাখাওয়াত হোসেন সৈকত
সৃষ্টির সেরা মানুষ আমরা
তবু হারামের পিছনে ছুটি,
রুজির টাকা হালাল বিনে
নড়ে যাবে ইবাদতের খুঁটি।
মিথ্যা ছেড়ে সত্য বলি
ঘৃনা ছেড়ে ভাল বাসি,
ছোট খাটো ভুল গুলো
শুধরে এবার ফিরে আসি।
লোভ হিংসা ঝেড়ে ফেলি
শক্ত করে ইমান গড়ি,
আমল খেকো গীবত ছেড়ে
শুদ্ধ করে কোরআন পড়ি।
সেবা করি বাবা-মায়ের
পেতে সন্তুষ্টি রহিম আল্লাহর ,
ইচ্ছে করে ছাড়লে নামাজ
পাবোনা কভু জান্নাত আর।
ভক্তি দিয়ে শ্রদ্ধার সাথে
শিক্ষা গুরুর করি সম্মান,
মানুষের মত মানুষ হবো
সুখের সাথে রবো অম্লান।
ন্যায়ের পথে চলবো মোরা জেনে
বুঝে কোরআন সুন্নাত,
এমন জীবন গড়লে সবাই
হাশরের মাঠে পাবো জান্নাত।