বিশেষ প্রতিনিধিঃ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার অর্জনকে ম্লান করে দিতে দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। ছাত্র-জনতা সজাগ থাকলে কোনো ষড়যন্ত্র দেশের ক্ষতি করতে পারবে না।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করে জামায়াতে ইসলামী। সোমবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বরিশালের মুলাদী উপজেলার শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানে তিন উপজেলায় আটজন শহীদ পরিবারের সদস্যদের মধ্যে ২ লাখ টাকা করে ১৬ লাখ টাকা প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা জামায়াতের আমির আমির মাওলানা মো. আবু ছালেহ। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com