প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
কানসাট আম বাজারে যানজট নিরসনে কাজ করেছেন শিক্ষার্থীরা
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্রজনতা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিভিন্ন সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। শ্রক্রবার সকালে থেকে কানসাট আম বাজারের কানসাট গোপানগর মোড়, মিলিক মোড়, শ্যামপুর-খাসের হাট সড়ক, কানসাট -সোনামসজিদ সড়ক সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ এলাকায় সড়কের যানজট নিরসনে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। এছাড়াও বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শেখ হাসিনা পদত্যাগের পর আমরা ট্রাফিকের কাজসহ রাস্তা পরিষ্কার পরিছন্নতায় কাজ করছি। সেই সাথে শিক্ষার্থীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট নিরসনের জন্য কাজ করছেন। শিক্ষার্থী গোলাম আজম জানান, ট্রাফিকের পরিবর্তে আমরা আমের বাজারের শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্ষম। থাকবেনা কানসাট আম বাজারে কোন যানজট।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2024 Desh 50 TV. All rights reserved.