চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জেলার গোমস্তাপুর উপজেলা হতে বিদেশি পিস্তুল,ম্যাগজিন ও গুলিসহ অস্ত্রব্যবসায়ী সোহান আলী (২০)কে গ্রেফতার করে র্যাব-৫ চাঁপাই ক্যাম্প। আটককৃর্ত অস্ত্রব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে সোহান আলী(২০)। র্যাব-৫ চাঁপাই ক্যাম্প শনিবার সকাল ১০.৩০ টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মরিচা ডাঙ্গা মোড় কালভার্ট ব্রীজ এলাকায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করার সময় একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহ জনক হলে অটোরিক্সা থামিয়ে তল্লাশীকালে অটোতে থাকা যাত্রীর শরীর তল্লাশী করে তার হেফাজত হতে উল্লেখিত আলামত সমূহ উদ্ধার করা হয়।
৩১ মে ২০২৪ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন মরিচাডাঙ্গা মোর কালভাট ব্রীজ থেকে ৫০০ গজ উত্তর দিকে গোমস্তপুর থেকে রহনপুরগামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ সোহান আলী (২০), পিতা-আব্দুস ছামাদ, মাতা-সামিয়ারা বেগম, সাং-শ্রীরামপুর, থানা-নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে বিদেশি পিস্তল-০১টি, ম্যাগাজিন-০২টি এবং গুলি-০৬ রাউন্ড সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com