প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ৫:৫৬ অপরাহ্ণ
শিবগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক গোষ্ঠী, ক্লাব ও সংস্থার সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সসদ্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে চিত্রাঙ্কন, কবিতা ও আবৃত্তিসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের সকল দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেয়। অন্যদিকে শিবগঞ্জের শতাধিক বিভিন্ন ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান, সংস্থা, সাংস্কৃতিক গোষ্ঠী দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2024 Desh 50 TV. All rights reserved.