চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান স্বেচ্ছায় রক্তদান একটি সংগঠনের আয়োজনে জাতীয় টেস্ট দলে প্রেশ বলার নাহিদ রানাকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
১২ এপ্রিল শুক্রবার বিকালে গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত জাতীয় কোচ আলমগীর কবির, বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান বাচ্চু, বিশিষ্ট রাজনীতিবিদ খায়রুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন আলী, শিবগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক ইব্রাহিম হোসেন প্রমূখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা নাহিদ রানাকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।
টেস্ট ক্রিকেটে জাতীয় দলের ডাক পাওয়া পেশ বোলার নাহিদ রানা বলেন, চাঁপাইনবাবগঞ্জ বাসী সবাই আমার জন্য দোয়া করবেন আমি কঠোর পরিশ্রম দিয়ে চাঁপাইনবাবগঞ্জের মুখ উজ্জ্বল করবো।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদী পাড়ে গ্রাম হরিশপুর। শাহজাহানপুর ইউনিয়নের ওই গ্রামের কৃষক পরিবারের সন্তান নাহিদ রানা। যার নাম এখন ক্রিকেট পাড়ায় আলোচিত। বিপিএল-এ মাত্র দুটি ম্যাচেই বাজিমাত করে জাতীয় দলে ডাক পেয়েছেন দ্রুতগতির বোলার নাহিদ রানা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।