শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ গত ১৪ মার্চ ২০২৪খ্রীঃ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর চেয়ারম্যানের নিকট হতে জেলার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাবিরুদ্দিনকে ফৌজদারি মামলায় জেল হাজতে প্রেরিত হয়েছিল মর্মে বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট১ এর ৭৩ নং বিধির ২নং নোটের বিধান অনুসারে সাময়িক বরখাস্ত করার ব্যবস্থা গ্রহনের যে অনুরোধ করা হয়েছে।তা আদালত কর্তৃক নিষেধাজ্ঞা জারি হয়েছে। গত ০১-০৪-২০২৪খ্রীঃ তারিখে সিনিয়র সহকারী জজ কোট/যুগ্ম আদালত মোকদ্দমা নং৫২/২০২৪, তারিখ ০২৪ প্রেক্ষিতে একটি নোটিশের মাধ্যমে এই নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত করেন এবং নোটিশ প্রাপ্তির ১০দিনের মধ্যে কারণ জানাতে বলা হয়েছে। উল্লেখ্য গত ৩১-০৩-২০২৪খ্রীঃ তারিখে বিনোদপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাবিরুদ্দিন বাদী হয়ে তাকে সাময়িক বরখাস্তের বিরুদ্ধে শিবগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয়জন কর্মকর্তাকে বিবাদী করে একটি মোকদ্দমা করেন।