প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
শিবগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের ইফতার-দোয়া মাহফিল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখা কমিটি পুর্নগঠনের লক্ষে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। শিবগঞ্জ পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহা. শামশুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. তোসিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী প্রমূখ। পৌর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক উমার ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি শফিকুল আলম বিশ্বাসসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ও উপজেলা শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন বঙ্গবন্ধু পরিষদ আমাদের অভিভাবক সংগঠন বঙ্গবন্ধু পরিষদের যে কোন সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং সব সময় পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক,
মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল
: ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com
Copyright © 2024 Desh 50 TV. All rights reserved.