শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল কে টানা দ্বিতীয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শিবগঞ্জ উপজেলা দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ -সহযোগী সংগঠন, কর্মী- সমর্থক ও সর্বসাধারণের পক্ষে থেকে দাইপুখুরিয়া ইউ,সি উচ্চ বিদ্যালয় মাঠে গণ সংবর্ধণা দেওয়া হয়েছে।
দাইপুখুরিয়া ইউনিয়ন নৌকা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন নৌকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলোমগীর রেজার সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির আহম্মেদ মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ শিকদার, সহ-সভাপতি শামিম রেজা সহ দলের বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ
উল্লেখ্যঃ গণ সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধিসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ সহ অনেকে সংবর্ধনা প্রদান করেন।
View All
Like this:
Like Loading...
Related