নিজস্ব প্রতিনিধিঃ পুখুরিয়া মহিলা কলেজ এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। গত রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এই কলেজ থেকে ১৪ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছেন।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় এবার এই কলেজ থেকে একশত ৫৮ শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ১৪ জন। পাস করেছেন একশত ৪১ শিক্ষার্থী। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৭টি কলেজের ফলাফল বিশ্লেষণ করে জেলায় ফলাফলে শতকরা হারে প্রথম পুখুরিয়া মহিলা কলেজ এবং জিপিএ-৫ এর কৃতিত্বে তৃতীয় ।
পুখুরিয়া মহিলা কলেজ থেকে ১৫৮ পরীক্ষার্থী মধ্যে পাশ করে ১৫৫ শিক্ষার্থী,জিপিএ-৫-১৪ শিক্ষার্থী । পাশের হার ৯৮.১০ শতাংশ। নবাবগঞ্জ সরকারী কলেজ থেকে ৮২৫ পরীক্ষার্থী মধ্যে পাশ করে ৭৯৪ শিক্ষার্থী,জিপিএ-৫-২৩৭ শিক্ষার্থী। পাশের হার ৯৭.৩০ শতাংশ।
পুখুরিয়া মহিলা কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, এই কলেজ ২০১১ সাল থেকে টানা ১৩ বছর শিবগঞ্জ উপজেলায় প্রথম স্থান অর্জন করে। ২০২৩ সালে সেরাদের তালিকা না হলেও ফলাফলে নিজেদের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। সোমবার বেলা ১১টায় ফল প্রকাশের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন।
পরে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাঃ আব্দুর রাকিবের উপস্থিতিতে ভালো ফলাফল করায় আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন কলেজের ছাত্রীদের মিষ্টিমুখ করান।
এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৭ জন অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪ জন,ও মানবিক শাখা থেকে ১৩৮ জন অংশ নিয়ে ১০ জন জিপিএ ৫ পেয়েছে।
অধ্যক্ষ মোহাঃ আব্দুর রাকিব বলেন, ‘আমাদের কলেজের এ সাফল্য শিক্ষকদের মেধা ও শিক্ষার্থীদের মেধার সেতু বন্ধনের ফসল। এই কলেজের এক ঝাঁক তরুণ মেধাবী শিক্ষক তাঁদের নিরন্তর চেষ্টায় আজকের এই ধারাবাহিক সাফল্য।
পুখুরিয়া মহিলা কলেজে বুদ্ধিবৃত্তিক চর্চায় ভালো ফল অর্জনের বিষয়ে গুরুত্বারোপের মাধ্যমেই মূলত আমাদের ধারাবাহিক এই অর্জন। দেশসেরা ঐতিহ্যবাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনের দুর্লভ সুযোগ ও সমৃদ্ধ ক্যারিয়ারে আলোকিত মানুষ তৈরির সুমহান কাজে অংশ নেওয়ায় আমরা অধিকতর যত্নশীল।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com