স্টাফ রিপোর্টার, সোহরাব আহমদঃ
সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫, রাজশাহী কর্তৃক মোটর সাইকেলের ভিতরে লুকানো ৫৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ০৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ ১২:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন বহরম কোকাপাড়া গ্রামস্থ জনৈক ইদুল পিতা-আমিনুল ইসলাম কটা এর পাঁকা বসতবাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর কোম্পানী অধিনায়ক মেজর মারুফুল ইসলাম এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ৫৪ বোতল,মোটর সাইকেল-০১টি, মোবাইল ফোন-০২টি, নগদ টাকা-১১২০/- সহ আসামী ১। মোঃ সেতাউর রহমান সজিব (২৩), পিতা-মোঃ জিয়াউর রহমান, সাং-উপর চাকপাড়া, ২। মোঃ মেজবাউল হক (৩২), পিতা-মোঃ জিন্নাত আলী, সাং-জালমাছমারী, উভয় থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃত আসামী একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উল্লেখিত সময় একটি মাদকের চালান সরবরাহ করা হচ্ছে। এরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে মোটরসাইকেল এর সিটের নিচে, তেলের ট্যাংকি ও বিভিন্ন অংশের ভিতর লুকায়িত অবস্থায় মাদক বহন করছিল। অতঃপর কোম্পানির আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক পরিবহনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।