রাজশাহী প্রতিনিধিঃ বর্তমান সরকারকে পদত্যাগ করে অর্ন্তবর্তী কালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে সুষ্ঠু নির্বাচন করতে হবে। ভয়-ভীতি দেখিয়ে জনগণের কন্ঠ রোধ করা যাবে না। এ সরকার পুলিশকে পেটুয়া বাহিনী হিসাবে পরিচালিত করছে। পিলখানায় হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীর মেরুদন্ড ভেঙ্গে দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ বির্নিমানে “গণতন্ত্র মঞ্চ” অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করে নতুন সংবিধান রচনা করবে বলে হুশিয়ারী দিয়েছেন ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী মহানগর সভাপতি ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। শনিবার সকাল ১১ টায় রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকায় গনতন্ত্র মঞ্চ, রাজশাহী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কথায় কথায় বলে আমরা স্বাধীনতার পক্ষেরর দল মুক্তিযুদ্ধের পক্ষের দল, কিন্তু তারা গণতন্ত্রকে কলঙ্কিত করেছে, তাদের মুখে স্বাধীনতা ও গণতন্ত্রের কথা মানায় না। সরকারকে দেশের জনগণের কাছে জবাবদিহিতা করতে হচ্ছে না। আমরা এমন সরকার চাই যিনি জনগণের কাছে জবাবদিহিতা করবে।
এসময় উপস্থিত সকলেই তাদের নিজ নিজ মত প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়েছে। অনির্বাচিত ও অবৈধ জাতীয় সংসদ বিলুপ্ত করে ভোটের অধিকারসহ গণতন্ত্র হরণকারী লুটেরা ¶মতাসীন সরকারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জনগণের একটাই দাবী আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। আমরা দিনের ভোট রাতে চাইনা, দিনের ভোট দিনেই দিতে চাই।
তারা আরও বলেন ,দেশ থেকে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং লুটেরাদের চিহ্নিত করে চাল, ডাল, তৈল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এবং বিশেষ ¶মতা আইন ১৯৭৪সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল নির্যাতনমূলক আইন বাতিল করতে হবে।
এছাড়াও তারা সকলকে একসাথে কাজ করার আহব্বান জানিয়ে একটি বি¶োভ মিছিল সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে মনি চত্বর হয়ে সোনা দিঘির মোড়ে গিয়ে তাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষ করেন।
মিছিল ও সমাবেশে এ্যাড: মুরাদ মোর্শেদ, আহবায়ক গণসংগতি আন্দোলন রাজশাহী জেলা, এ্যাড আবুল হাসনাত বেগ, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী মহানগর, শফিকুর রহমান বাবর, সাংগঠনিক সম্পাদক জেএসডি কেন্দ্রীয় কমিটি ও সভাপতি রাজশাহী মহানগর, মোঃ এশারুল ইসলাম, সভাপতি ভাসানী অনুসারী পরিষদ রাজশাহী জেলা, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা, বীর মুক্তিযোদ্ধা মাহামুদ জামাল কাদেরী, সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা, ,সাবেক কাউন্সিলার নাসিরা বেগম, সহ-সভাপতি ভাসানী আনুসারী পরিষদ রজশাহী মহানগর, শফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক ভাসানী আনুসারী পরিষদ রজশাহী জেলা শাখা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড. রজব আলী সাধারণ সম্পাদক ভাসানী আনুসারী পরিষদ রজশাহী মহানগর ।