শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ ১১টি ক্যাটাগরিতের শ্রেষ্ঠতা অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়। শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী, এমনকি বিদ্যালয় পর্যন্ত উপজেলা পর্যায়ে ১১টি ক্যাটাগরিতে প্রথম হয়েছে।
জানা গেছে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় প্রধান হিসেবে নির্বাচিত হয়েছে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ সিরাজ উদ্দৌলা। একই সাথে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে এই বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ গার্ল গাইডস্ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোসাঃ আসমান তারা। বাংলা রচনায় শ্রেষ্ঠতা ধরেছেন অত্র বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোসাঃ আফিয়া মাহমুদা। দেশাত্ববোধক গানে তাসফিয়া তাহসিন (৭ম শ্রেণি), আয়েশা সিদ্দিকা প্রেমা (১০ম শ্রেণি), রবীন্দ্র সংগীতে মুনিরা খাতুন (৮ম শ্রেণি), শ্রেষ্ঠ গার্ল হাইডস গ্রæপ হিসেবেও এই বিদ্যালয় শ্রেষ্ঠতা ধরে রেখেছে।
এছাড়া নজরুল সংগীতে তাসফিয়া তাহসিন (৭ম শ্রেণি), উচ্চাজ্ঞ সংগীতে প্রজ্ঞা দাশ (১০ম শ্রেণি), লোক সংগীতে মুনিরা খাতুন (৮ম শ্রেণি), নৃত্য (উচ্চাজ্ঞ)-এ তাথই সাহা (৯ম শ্রেণি)’র শিক্ষার্থী উপজেলা পর্যায়ে প্রথম স্থান ধরে রেখেছে।
এব্যাপারে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ সিরাজ উদ্দৌলা জানান, ১১টি ক্যাটাগরিতে আমার বিদ্যালয় প্রথম স্থান অধিকার করায় আমি গর্বিত। এই অর্জন আমার বিদ্যালয় বা শিক্ষক-শিক্ষার্থীরা নয়, বরং এই অর্জন উপজেলাবাসীর। আমি আশা করছি আগামীতেও একইভাবে সফলতা ধরে রেখে উপজেলার সর্বস্তরের কাছে পৌঁছে দিবো ইনশাআল্লাহ।
তিনি আরো জানান, সফলতা এমন একটি শব্দ যা অর্জন করার পর নিজেকে অনেক আনন্দিত হই। এবং সফলতা অর্জনে সকলের কাছেও ভালোবাসার সিক্ততা লাভ করা যায়। আমি শুধু চেষ্টা করেছি এই সফলতা অর্জন করা। আমি আগামীতেও সকলের সহযোগিতার কামনা করছি। পাশাপাশি সকলের কাছে কৃতজ্ঞা জ্ঞাপন করছি।