শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে আফসার আলী (৭২) নামে এক বীরমুক্তিযোদ্ধাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বীরমুক্তিযোদ্ধা রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে আহতের ছেলে ওয়ালিউল্লাহ বাদি হয়ে সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়, একই এলাকার ইয়াহিয়া ওরফে এহু মোড়লের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতবাড়ির আইল সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে বিষয়টি সমাধান করে সীমানার প্রাচীর বসানো হয়। কিন্তুসকালে ইয়াহিয়া ঘটনাস্থলে গিয়ে সীমানার প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেন। বিষয়টি দেখে বাধা দিতে যান বীরমুক্তিযোদ্ধা আফসার আলী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে লোহার সাবল দিয়ে মাথা ও হাতে আঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়। এতে গুরুত্বর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বীরমুক্তিযোদ্ধা আফসার আলী। জেলা হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আহসান হাবিব বলেন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী মাথায় ও হাতে আঘাত নিয়ে হাসপাতালে আসেন। ভর্তি করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনায় বীরমুক্তিযোদ্ধার ছেলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
View All
Like this:
Like Loading...
Related