শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি আয়োজিত কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে শহীদ বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি নারী ফুটবল দল ৪-১ গোলে গাইবান্ধা প্রমিলা নারী ফুটবল দলকে পরাজিত করে। এর আগে খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, শহীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক ডা. তড়িৎ কুমার সাহা, কানসাট ইউপির সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খাঁনসহ অন্যরা। পরে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।