গোলাম কিবরিয়া পলাশ, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বাংলাদেশের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতাদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ।
ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির সভাপতি ডক্টর উৎপল কুমার সরকার এর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নাজনীন আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৌরভ জাহাঙ্গীর, জাতীয় সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি শরিফ তালুকদার এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এছাড়া ঢাকাস্থ ময়মনসিংহ সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।