সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাদের জামিন বিরোধীতা করে শিক্ষাথীদের আদালত ঘেরাও কাঙ্খিত বিজয়কে  পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার – বিএনপি নেতা বেলাল ই বাকি ইদ্রিশী শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঝরলো এক শিশুর প্রাণ। শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি শিবগঞ্জে উদ্বোধন হলো কিডস্ ল্যান্ড পার্ক শিবগঞ্জের মির্জাপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জের কানসাটে জাতীয়তাবাদী মহিলাদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল শিবগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জ  চেম্বারের নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেল বিজয়ী শিবগঞ্জে ৩৪২৯ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ

চার মেয়াদে কোনো ধর্মের বিরুদ্ধে  কাজ করেনি আওয়ামী লীগ সরকার —– ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে সাম্প্রদায়িক লোকজন বলেছিলেন, হিন্দু ধর্মের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচিত হলে দেশের সব মসজিদ মন্দির হয়ে যাবে। কিন্তু চার মেয়াদে ক্ষমতায় থাকলেও কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার।

বুধবার (১৫ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগিতায় সংলাপের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্প।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বর্তমানে আমাদের দেশে অনেকেই বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। গতবছর হজ্বে সৌদি আরবে দুইটা ডিম ও ডাল দিয়ে ভাত খেতেই খরচ হয়েছে ৩৫৬ টাকা। এবছর তা আরও বেড়েছে। অথছ এই পরিমান টাকায় আমাদের দেশে তিন বেলা ভালোমতো খাবার খাওয়া সম্ভব। আল্লাহর কাছে এর চেয়ে আর কি শুকরিয়া আদায় করবেন। আজকে পাকিস্তানে এক ডলারের মূল্য ২৫৬ রুপি, অপরদিকে বাংলাদেশে এক ডলার সমান ১০২ টাকা। আর কতো শান্তি চাই আমরা?

প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আলেমদের উদ্দেশ্য করে বলেন, আলেম-ওলামারা আমাদের মাথার মণি। আপনাদের মাধ্যমে জনগণের কাছে শান্তির বাণী পৌঁছে যাবে। পবিত্র কোরআনে যা আছে তা পালন করলে সবাই শান্তিপূর্ণ পরিবেশে থাকতে পারবেন। আমি অনুরোধ করব, আজকের সংলাপে যা আলোচনা হলো এসব বিষয় শুক্রবারে জুম্মার নামাজে ২ মিনিট করে বললেও শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। মসজিদ মসজিদে আলোচনা করলে জনসাধারণের ভ্রান্ত ধারনা উঠে যাবে।
সংখ্যালঘু প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সংখ্যালঘু শব্দটিই প্রধানমন্ত্রী সহ্য করতে পারেন না। দেশের স্বাধীনতায় সবার অবদান রয়েছে। সবাই মানুষ, সকলের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ। সকলের নিকট একটি আবেদন, সম্প্রীতি বজায় রাখতে করনীয় সবকিছু বাস্তবায়ন করার দায়িত্ব সকলের । প্রান্তিক পর্যায়ে সকলের কাছে বিষয়গুলো উপস্থাপন করতে হবে। এই দায়িত্ব পালন না করলে কেয়ামতের দিন জবাব দিতে হবে।

জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল সাহিন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হানিফ মো. আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুস সামাদ।

View All


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১