চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ লেখক পরিষদের লেখক ও সাংবাদিক সামশুল ইসলাম টুকু রচিত ‘ধর্মানুভূতি’ গ্রন্থের ওপর পাঠচক্র আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে লেখক পরিষদের উদ্যেগে আলোচনায় অংশ নেন কবি ও গবেষক ড. শহীদ সারওয়ার আলো,লেখক মেসফেকুস সালেহীন, কবি মাহবুব আলম জন, কবি রেহেনা বীথি, কবি আনিফ রুবল, কবি মোঃ আশরাফুল ইসলাম, কলাম লেখক আজমাল হোসেন মামুন ও লেখক ড. ইমদাদুল হক প্রমুখ।নাট্যকার শাহনাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু বাকের । সঞ্চালনায ছিলেন কবি আযেশ উদ্দীন ইহান।
উল্লেখ্য,প্রতিমাসের প্রথম শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার লেখকদের রচিত নির্দিষ্ট গ্রন্থ নিয়ে পাঠচক্রের আয়োজন করা হয় সাহিত্যের আলোয় নিজেদেরকে মনন-মেধায় এগিয়ে রাখতে।