শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মাঠে ফাইনালে ১-০ গোলে ইংরেজি বিভাগ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতিহাস বিভাগ দল।
ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ইতিহাস বিভাগের সালমান। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমিটির আহবায়ক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরু ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।