ময়মনসিংহ প্রতিনিধি : তারাকান্দায় ভূমি দস্যূ, মাদক কারবারী একাধিক চুরি মামলার চিহ্রিত আসামি মামলাবাজ এরশাদ মিয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন। ময়মনসিংহের তারাকান্দায় কোদালিয়া এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে এরশাদ। এরশাদ মিয়ার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেছে।
জানা গেছে, আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২২) তারিখ দুপুরে ময়মনসিংহ – নেত্রকেনা মহাসড়কে কামারিয়া ইউনিয়ন পরিষদ এর সামনে এলাকার নির্যাতিত জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী, আব্দুল হাই, মাইনদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, আহাম্মদ আলী, শহিদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চিহ্নিত ভূমিদস্যূ,একাধিক চুরি মামলার আসামি, মাদক ব্যাবসায়ী,অবৈধ কালো টাকার মালিক এরশাদ মিয়া আবারো সক্রিয় হয়ে উঠেছে। তিনি বড় বড় নেতাদের একান্ত ব্যাক্তিগত লোক পরিচয় দিয়ে একদিকে অবৈধ ব্যবসা অন্যদিকে এলাকায় বসবাসরতদের জমি দখলে নিতে প্রতিনিয়ত বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে। আমরা তার অত্যাচার থেকে বাঁচতে চাই। আজ আমরা চরম অসহায়। নিজেদের সহায় সম্বল কিছুই রাখতে পারছিনা। বসত-বাড়িতে ঢুকে মহিলাদেরকেও অত্যাচার করতেছে।
মানববন্ধনে আসা ভুক্তভোগিরা আরও বলেন, এরশাদ মিয়া অপকর্মের মাধ্যমে এলাকার শান্তিপ্রিয় লোকজনের চোখের ঘুম হারাম করে নিয়েছে। আমরা নিরবে সহ্য করা ছাড়া আর কোনো রাস্তা খোলা পাচ্ছি না। তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও এলাকায় নিরীহ পরিবার কে হয়রানি করে আসছে । অন্যদিকে কালো টাকার দাপটে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে লাগামহীনভাবে।
তার অপকর্মের রোষানলের শিকার হয়ে অসংখ্য লোক এলাকায় অসহায় হয়ে পড়েছে।শুধু তাই নয় তার অপকর্মের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাই প্রকাশ্যে তার বিরুদ্ধে মুখ খুলছে না অনেকে। সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষকে জিম্মী করে অনৈতিক সুবিধা নিচ্ছে বলে অভিযোগে রয়েছে।
অভিযুক্ত এরশাদ এর বিরুদ্ধে তারাকান্দা থানার মামলা নং ০১(১০)১৩,জি আর ২৫৬/১৩,তারাকান্দা থানার মামলা নং ০৭(৯)১৩ জি আর নং ২৩৭/১৩ সহ ময়মনসিংহের বিজ্ঞ নির্বাহী ম্যাজিঃ আদালতে ফৌজদারী কার্যবিধি ১০৭/১১৭(সি) মামলাসহ নিশি বাবুর মর্টার চুরি, মনির উদ্দিনের ভ্যানগাড়ি চুরি,আবু সাইদ এর বিদ্যূৎ লাইনের তার চুরি, মমরুজ আলীর মোটর সাইকেল চুরি সহ একাধিক মামলা, অভিযোগ এবং জিডি রয়েছে।
মানববন্ধনে স্থানীয়রা জানান, এরশাদ মিয়া বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিধায় এলাকার মানুষ তার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আমরা তাকে গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।