লামা(বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ১৫ বছরের বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।। এই ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে লামা থানায় একটি এজাহার দায়ের করেছে। অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
ধর্ষক তানভির(২১)লামা পৌরসভার ৪ নং ওয়ার্ডের নারকাটা ঝিরি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
শনিবার (৩ আগস্ট ২০২২) বিকেলে লামা পৌরসভা এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এজাহার সুত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী কিশোরী ও তার মা আব্দুস ছাত্তারের বাড়িতে ভাড়া থাকে বাক প্রতিবন্ধী কিশোরীর মা স্বামী পরিত্যক্তা হওয়ায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে কাজে যাওয়ার সময় জমিদারের ছেলে আসামী তানভিরকে খালি একটা গ্যাসের সিলিন্ডার ১০ টাকার বিনিময়ে প্রতিবন্ধী কিশোরীর মায়ের ঘরে রেখে আসতে বলে।
সেই সুবাদে প্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং কেউকে না বলার জন্য বিভিন্নভাবে হুমকীধমকী দিয়ে যায়।
পরে কিশোরীর মা বাড়িতে আসলে কিশোরী ঘটনা মাকে খুলে বলে এবং কিশোরীর মা যখন ঘটনাটি আসামীর বাবাকে জানায় তখন বাবা থানায় মামলা না করার জন্য হুমকী দেয়। তাদেরকে বাসা থেকে বের করে দিবে, মারধর করবে এবং উল্টা অভিযোগ দিয়ে হয়রানির হুমকীও দেয়।
ঘটনার সত্যতা নিচ্শিত করে লামা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শিবেন বিশ্বাস জানান, আমরা মামলার এজাহার নিয়েছি এবং আসামীকে আটক করা হয়েছে।সে থানা হেফাজতে রয়েছে, প্রতিবন্ধী কিশোরীকে আগামিকাল মেডিকেল রিপোটের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com