সাভার(ঢাকা) প্রতিনিধি : সাভারে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বজনদের অভিযোগের ভিত্ততে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী খালেদ মিয়াকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে লাশবুদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরআগে, রোববার রাতে সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকায় নিজ বাড়িতে এঘটনা ঘটে। নিহত মনি বেগম (৩৪) সাভার পৌর এলাকার কাজী মোকমাপাড়া এলাকার খালেদ মিয়ার স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন। নিহতের স্বজনরা জানান, গত কয়েকদিন ধরেই মনি বেগমকে তার বাবার বাড়ি থেকে যৌতুকের জন্য কয়েক হাজার টাকা আনার জন্য চাপ প্রয়োগ করেন খালেদ মিয়া। কিন্তু মনি বেগম তার বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে সকালে নিজ বাড়িতে স্ত্রীকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে খালেদ মিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে৷ সাভার মডেল থানার এসআই মাহমুদ হাসান জানান, মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের তথ্য হাতে আসলে বোঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।