চকরিয়া : কক্সবাজারে চকরিয়ায় সংরক্ষিত বন এলাকা থেকে তৌহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে খবর পেয়ে পুলিশ উপজেলার খুটাখালীস্থ সংরক্ষিত বন এলাকা থেকে যুবকের মরদেহটি উদ্ধার করেন। নিহত যুবক তৌহিদুল ইসলাম বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরা খোলা গ্রামের নুরুল ইসলামের ছেলে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানায়, উপজেলার খুটাখালী সংরক্ষিত বনে গুলিবিদ্ধ এক যুবকের লাশ জঙ্গলে পড়ে রয়েছে এ ধরণের তথ্য থানা পুলিশ দেয়া হয়। পরে ওসি’র নির্দেশে থানার একটি পুলিশদল ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশটি উদ্ধার করে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত যুবকের ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয় এলাকাবাসীর ধারণা কাঠচুরির ঘটনাকে কেন্দ্র করে বনবিভাগের টহলরত কর্মীদের গুলিতে তৌহিদুল ইসলাম প্রাণ নিহত হয়েছেন বলে জানায়