টঙ্গী গাজীপুর ঃ ভারী বৃষ্টির কারণে গাজীপুর মহানগরী টঙ্গীর বিভিন্ন রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বৃষ্টির পানি রাস্তাঘাট তলিয়ে বিভিন্ন বাসা বাড়িতে ঢুকে পড়েছে। এর ফলে খেটে খাওয়া দিনমজুর, গার্মেন্টস শ্রমিকসহ নানা পেশার মানুষের জীবনযাত্রাও অনেকাংশে ব্যাহত হচ্ছে।
সকালে যারা বাসা থেকে বের হয়ে কর্মস্থলে গিয়েছেন তাদে দুর্ভোগের যেন অন্ত ছিল না। সবচেয়ে বেশ বিপাকে পড়েছে শিল্পকলখারখানার শ্রমিকরা। বাধ্য হয়ে তারা নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়।
শুক্রবার জুম্মার নামাজের পর থেকে টানা বৃষ্টি হলে মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট, এরশাদ নগর, কলেজ গেট, স্টেশন রোড, খাঁ পাড়া, আউচপাড়া, বড় দেওড়া, চেরাগআলী, দত্তপাড়া, এরশাদনগর, পাগাড়, ফকির মার্কেট, আরিচপুর বউ বাজার, সফিউদ্দিন রোড, সুরতরঙ্গ রোড, লেদু মোল্লা রোড, দত্তপাড়ার হিমার দিঘি রোড, পূর্ব আরিচপুর, জামাই বাজার, মাছিমপুর, মিলগেইট, টঙ্গী থানা ও টঙ্গী সরকারি হাসপাতাল এলাকা পানিতে তলিয়ে যায়। বৃষ্টির পানির সাথে কলকারখানার বর্জ্যমিশ্রিত পানি, নর্দমার পানি মিশে পরিস্থিতি আরও খারাপ হয়। দুর্গন্ধযুক্ত ময়লা পানি মাড়িয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দরা জানান, বিভিন্ন এলাকার ময়লা আবর্জনার কারণে পানি যাওয়ার যে ড্রেন আছে তা বন্ধ হয়ে গেছে। তাই সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। তখন ময়লা পানি বাসাবাড়িতেও ঢুকে পড়ে। এছাড়াও টঙ্গী সরকারি হাসপাতালে রোগি নিয়ে যাওয়ার কোনো উপায় থাকে না। হাসপাতালের ভেতরে-বাইরে পানি জমে যায়।
প্রকাশক ও সম্পাদক : সাংবাদিক, মোহাঃ মামুন উর রশিদ
মোবাইল : ০১৭১৩-৮৮৬৭৪৫
বার্তা সম্পাদক : মোসাঃ ঝর্ণা পারভীন (এমএ)
মোবাইল : ০১৭৯৯-১০৩৪৭০
ঠিকানাঃ মিরপুর-১২০১ ঢাকা।
নিউজ পাঠানোর
মেইলঃ desh50tv@gmail.com